
সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেট বিভাগে বুধবার (২৩ জুলাই) নতুন করে আরও ৬৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিভাগটিতে সবচেয়ে বেশী সিলেট জেলায় ৫৫ জন এবং সবচেয়ে কম হবিগঞ্জ জেলায় মাত্র ১ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।
এদিকে সুনামগঞ্জ জেলায় ৭ জন আর মৌলভীবাজার জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, বুধবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে তন্মধ্যে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে ৪১ জন সিলেট সিটি ও সদর উপজেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে পুলিশ কর্মকর্তা, চিকিৎসকও রয়েছেন বলে জানা যায়।