
নিজস্ব প্রতিবেদক:: বুধবার (২২ জুলাই) সিলেট বিভাগে নতুন করে আরও ১০৪ জনের শরীরে করোনা ভাইরাস এর উপস্থিতি ধরা পড়েছে।
নতুন শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশী সিলেট জেলায় ৫৩ জন এবং সবচেয়ে কম মৌলভীবাজার জেলায় ৬ জন।
এদিকে সুনামগঞ্জ জেলায় ৩২ জন এবং হবিগঞ্জ জেলায় ১২ জন।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ল্যাবে ৭৫ জনের করোনা ভাইরাস পরীক্ষার রেজাল্ট পজেটিভ আসে। বাকিদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা শনাক্ত হয়।
সিলেট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে ৩৫ জন সিলেট সিটি ও সদর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, সিলেট বিভাগে বুধবার (২২ জুলাই) সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৬ জন।
নতুন ১০৪ করোনা আক্রান্তসহ বিভাগটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১শ’ ৫০-জনে।