
সিলেটের বার্তা ডে্স্ক:: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ ২২ জুলাই, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যানের সাথে লেগুনার সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।
তবে নিহত ও আহতরা লেগুনার যাত্রী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ৯ জন আহত হয়।