আজ সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বালু-পাথর উত্তোলনের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২০, ০৫:২৭ অপরাহ্ণ
বালু-পাথর উত্তোলনের দাবিতে জাফলংয়ে মানববন্ধন
শেয়ার করুন/Share it

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের পাথুরে রাজ্য গোয়াইনঘাটের কোয়ারি থেকে বালু-পাথর উত্তোলনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মহীন শ্রমিকরা।

বুধবার (২২জুুুুুলাই) বেলা ১২টায় জাফলং ব্রীজের উপর জাফলং পাথর কোয়ারি সংশ্লিষ্ট বালু,পাথর শ্রমিক ও ব্যবসায়ীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শাহজাহান সিরাজ’র পরিচালনায় জাফলংয়ে বালু ও পাথর উত্তোলনের দাবিতে অনুষ্ঠিত মানবন্ধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত) সভাপতি সামসুল আলম।

মানববন্ধনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন খাঁন, জাফলং আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলাম, জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম খান, সুলতান মাহমুদ, সুলেমান শিকদার, আব্দুল মান্নান, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারি শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিন আহমদ, মুখতলা বালু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রউফ (কালু মিয়া), সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাউরভাগ হাওর-বাংলা বাজার ইঞ্জিন নৌকা চালক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বাউরভাগ হাওর-বাংলা বাজার পূর্বপার ইঞ্জিন নৌকা চালক সমিতির সভাপতি গহর আলী,
বাউরভাগ হাওর উদয়ন তরুন সংঘের সভাপতি আওয়াল মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ নেতা আইনুল হক প্রমুখ।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  'মেট্রোরেল' স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন: প্রধানমন্ত্রী
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০