আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৩৬

সিলেটে ৫৬, পুরো বিভাগে ৭৩ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২০, ১২:৫৪ পূর্বাহ্ণ
সিলেটে ৫৬, পুরো বিভাগে ৭৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:: মঙ্গলবার (২১জুলাই) সিলেট বিভাগের চার জেলায় আরও ৭৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশী সিলেট জেলায় ৫৬ জন এবং কম হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় ৪ জন করে। মৌলভীবাজারে ৯ জনের করোনা ধরা পড়েছে।

বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি গণমাধ্যমকে বলেন, সিলেট জেলায় আক্রান্তদের মধ্যে ৩৫ জন সদর ও সিলেট সিটির বাসিন্দা।

নতুন ৭৩ জনের মধ্যে ৭ জন চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৮৯০জন। নতুন ৭৩ জনসহ এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭হাজার ১-জনে।

আরও পড়ুন:  রাজনীতি নিষিদ্ধ কওমি মাদরাসায়: সিদ্ধান্ত বোর্ডের

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০