
সিলেটের বার্তা ডেস্ক:: আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে বসছে ৯টি কুরবানীর পশুর হাট। হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানার আহবান জানিয়েছে উপজেলা প্রশাসন।
পশুর হাটগুলোর মধ্যে রয়েছে ২টি স্থায়ী ৭টি অস্থায়ী হাট রয়েছে। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালিত হবে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্প্রতি অস্থায়ী ৭ হাটের ইজারার জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলায় স্থায়ী পশুর হাট রয়েছে ২টি।তার মধ্যে রয়েছে নবীগঞ্জ পৌরসভার সালামতপুরে পৌর পশুর হাট ও জনতার বাজার পশুর হাট। এগুলো ছাড়াও প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষ্যে দেয়া হয় একাধিক অস্থায়ী পশুর হাটের অনুমোতি। এবার করোনা পরিস্থিতির কারণে বিশেষ স্বাস্থ্য বিধির নির্দেশনাসহ দেয়া হয়েছে ৭টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন।
এগুলো হচ্ছে সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজার পশুর হাট, কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের ইমাম বাড়ি বাজার পশুর হাট , আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার পশুর হাট, ১০ নং দেবপাড়া ইউনিয়নের গোপলা বাজার পশুর হাট,বড় ভাকৈর(পূর্ব) ইউনিয়নের কাজির বাজার পশুর হাট, ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার পশুর হাট ও কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজার পশুর হাট । আগামী ২৪ জুলাই থেকে এসব হাটে শুরু হবে কোরবানীর পশু বেচা-কেনা।
এ বিষয়ে কথা হলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিত কুমার পাল বলেন, স্বাস্থবিধি মেনে এসব হাট ঈদের আগের দিন পর্যন্ত পরিচালিত হবে। ইজারাদার ও তাদের কর্মীদেরকে স্বাস্থ্য বিধি মেনে হাট পরিচালনার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তারা পশুর হাটে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করবে।