
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরের লালাখাল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে বিজিবি সদ্যরা।
সোমবার (২০ জুলাই) বেলা ১টার দিকে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের লালাখাল গ্রামের আক্তার আহমদ উরফে বতাই মিয়ার বাড়ীর সংলগ্ন এলাকায় পরিত্যাক্ত অবস্থায় (প্রতি বোতল-৭৫০মি.লিটার) ৪৮ বোতল ভারতীয় মদ ‘অফিসার’স চয়েজ’ আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। কিন্তু মদগুলো কে বা কারা নিয়ে এসেছে এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি বলে এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, বর্তমানে লালাখাল সীমান্তের বাইরাখেল, হর্নি, নয়াগ্রাম, কালিঞ্জি, মাঝর বিল, লালাখালগ্রান্ড, বাঘছড়া, তুমইর, ইয়াংরাজা, বালীদাঁড়া এলাকা দিয়ে হরহামেশা ভারত থেকে বিভিন্ন ব্যান্ডের মদ, ইয়াবা, শেখ নাছির উদ্দিন বিড়ি, হরলিক্স, গাড়ীর টায়ার, টিউব ও বিভিন্ন ধরনের সামগ্রী অবৈধভাবে আনা-নেওয়া চলছে। একইভাবে বিজিবি’র লাইনম্যান নামধারি এক শ্রেনীর সদস্যরা অবাধে উল্লেখিত পণ্য বাংলাদেশে প্রবেশ করাতে কার্যক্রম চালাচ্ছে ।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নৌকা যোগে চোরাকারবারি নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছে।
এ ব্যাপারে-১৯ বিজিবি‘র কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বিএসসি বলেন, লালাখাল বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিত্বে পরিত্যাক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। এছাড়াও এ ঘটনায় জড়িত প্রকৃত মালিককে আটক করতে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।