আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:০২

করোনায় দুনিয়াজুড়ে ৬ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২০, ০২:৩৬ অপরাহ্ণ
করোনায় দুনিয়াজুড়ে ৬ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

আন্তর্জাতিক বার্তা:: দুনিয়াজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬০ হাজার মানুষ।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখা ছাড়িয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার। ব্রাজিলে ৭৮ হাজার। যুক্তরাজ্যে ৪৫ হাজারের বেশি। মেক্সিকোতে ৪০ হাজারের কাছাকাছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত চব্বিশ ঘন্টায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ। মহামারি শুরুর পর থেকে এটাই একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা।

হু বলছে এই প্রথম সংক্রমণের সংখ্যা একদিনে আড়াই লাখের বেশিতে পৌঁছল।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়ছে আমেরিকা, ব্রাজিল, ভারত আর দক্ষিণ আফ্রিকায়।

বিশ্বের মৃত্যুর সংখ্যাও একদিনে বেড়েছে ৭,৩৬০। ১০ই মে-র পর এটাই একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

আমেরিকার জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা শনিবার ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা শনিবার পর্যন্ত ছিল ৬ লাখ।

আরও পড়ুন:  ফেঞ্চুগঞ্জে নৌকাডুবিতে স্কুলছাত্রীর মৃত্যু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০