আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৩৬

মৌলভীবাজারে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২০, ০৯:১২ অপরাহ্ণ
মৌলভীবাজারে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নিহত শাকিল আহমেদ। ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে শাকিল আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত শাকিল জেলার শ্রীমঙ্গল পৌর যুবলীগ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মো. মানিক আহমদের ছোট ভাই ৷

রবিবার (১৯ জুলাই) দুপুরে শহরতলির সোনা মিয়া রোডস্থ আলাবক্স মসজিদের পুকুরে ডুবে মৃত্যু হয় এই যুবকের।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাকিল আহমেদ বাসার পাশের সোনা মিয়া সড়কের আলাবক্স মসজিদের পুকুরে সাঁতার শেখার জন্য গিয়েছিলো৷সাঁতার শেখার এক পর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় হঠাৎ করে সে ডুবে যায় ৷

পরে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা মিলে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায় ৷

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছেন তারা। পুকুরে ডুবেই তার মৃত্যু হয়েছে তাই পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন:  ঢাকায় মারা গেলেন মৌলভীবাজারের জমিদার বাড়ির আলী হামিদ খান

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১