কবি মো. নুরুল হক
অতিরিক্ত কোন কিছুই একদম ভালনা,
এ কথাটা সবাই জানে কার্যতঃ মানেনা।
অল্প সুখে কাতর যেজন অধিক সুখেও হয় পাথর,
অতিরিক্ত লোভের বশে পাগলপারা নিরন্তর।
অতি লোভে তাঁতী নষ্ট সর্বজনে কয়,
অতি ভক্তি চোরের লক্ষণ, বিপথগামী হয়।
অতি আনন্দেতে কেউবা মজে রঙ্গ-রসে,
অতিরিক্ত নেশা করে কেউবা পথে বসে।
অতিকষ্টে কেউ হয়ে যায় নষ্ট, পথভ্রষ্ট,
কষ্টের ফসল পায়ে দলে কেউ করে বিনষ্ট।
অসৎ পথে কামাই খুঁজে কেউবা অতি লোভে,
কেউবা পায়ে কুড়াল মারে অতিরিক্ত ক্ষোভে।
অতি কষ্টে কেউ বনে যায় নরপশু, বন্য,
অতিরিক্ত সাহসে কেউ কাজ করে জঘন্য।
পরের মুখটা টুটে ধরে বুকে মেরে তুড়ি,
গদি ধরে রাখার নজির আছে ভুরি-ভুরি।