আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:১১

জমে উঠেছে জগন্নাথপুরে কুরবানীর পশুর হাট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২০, ১২:২৯ অপরাহ্ণ
জমে উঠেছে জগন্নাথপুরে কুরবানীর পশুর হাট

কুরবানীর পশুর হাট। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা:: আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুরবানীর পশুর হাট। ইতোমধ্যে ক্রেতাসাধারণরা ভীড় জমাচ্ছেন হাটে। পছন্দ করে যাচ্ছেন কুরবানীর পশু।

শুক্রবার উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে পশুর হাট বসেছে। হাটে এবার বিপুল পরিমাণ দেশি গরু ও ছাগল রয়েছে। বেড়েছে ক্রেতাদের সমাগম। তবে পশু ও ক্রেতাদের তুলনায় বেচাকেনা খুব কম হচ্ছে। আরো কিছু দিন পর বেচাকেনার ধুম পড়ে যাবে।

গরু ব্যবসায়ীরা জানান, ক্রেতারা শুধু পশু পছন্দ ও দামদর করলেও কিনছে না। যদিও ক্রেতারা জানান, এখনো যতেষ্ট সময় রয়েছে। এছাড়া বন্যার কারণে পশু রাখা নিয়ে বিপাকে পড়তে হবে। তাই ঈদের ২/১ দিন আগে কোরবানীর জন্য পশু কিনবো। সেই সাথে অন্য বছরের তুলনায় এবার পশুর দাম একটু বেশি রয়েছে। যে কারণে পশুর আমদানী ও ক্রেতাদের ভীড় থাকলেও আশানুরুপ বেচাকেনা হচ্ছে না।

আরও পড়ুন:  শ্রীমঙ্গলে রেলের জমি উদ্ধারের এক্সিভেটরে দুর্বৃত্তদের আগুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১