
নিজস্ব সংবাদদাতা:: আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুরে কুরবানীর পশুর হাট। ইতোমধ্যে ক্রেতাসাধারণরা ভীড় জমাচ্ছেন হাটে। পছন্দ করে যাচ্ছেন কুরবানীর পশু।
শুক্রবার উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে পশুর হাট বসেছে। হাটে এবার বিপুল পরিমাণ দেশি গরু ও ছাগল রয়েছে। বেড়েছে ক্রেতাদের সমাগম। তবে পশু ও ক্রেতাদের তুলনায় বেচাকেনা খুব কম হচ্ছে। আরো কিছু দিন পর বেচাকেনার ধুম পড়ে যাবে।
গরু ব্যবসায়ীরা জানান, ক্রেতারা শুধু পশু পছন্দ ও দামদর করলেও কিনছে না। যদিও ক্রেতারা জানান, এখনো যতেষ্ট সময় রয়েছে। এছাড়া বন্যার কারণে পশু রাখা নিয়ে বিপাকে পড়তে হবে। তাই ঈদের ২/১ দিন আগে কোরবানীর জন্য পশু কিনবো। সেই সাথে অন্য বছরের তুলনায় এবার পশুর দাম একটু বেশি রয়েছে। যে কারণে পশুর আমদানী ও ক্রেতাদের ভীড় থাকলেও আশানুরুপ বেচাকেনা হচ্ছে না।