
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ক্রমশঃ বেড়েই চলেছে মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা। শুক্রবার (১৭জুলাই) সিলেটে তিন চিকিৎসকসহ ৮৮ জনের শরীরে করোনা ভাইরাস এর উপস্থিতি ধরা পড়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এদের করোনা পরীক্ষা পজেটিভ সনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৫৬ জন, হবিগঞ্জ জেলায় ২১ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন এবং মৌলভীবাজার জেলায় ১৮ জন রয়েছেন।