
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনা করে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা নগরীর রায়নগর এলাকার বায়তুল বরাত জামে মসজিদে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, আওয়ামী লীগ নেতা এডভোকেট আনওয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন রাজা, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন মেহবুব, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সেলিম, হোরায়রা ইফতেখার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদ, ওয়ার্ড যুবলীগ নেতা আমিনুল হক রানা, আহমদ মানিক, ডা. রফিকুল ইসলাম রতন, জুয়েল মিয়া প্রমুখ।
মোনাজত পরিচালনা করেন বায়তুল বরাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবিদ হাসান।