আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৯:১০

বিয়ানীবাজারে বিদেশি পিস্তলসহ র‌্যাবের হাতে যুবলীগ নেতা আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২০, ০৮:৫২ অপরাহ্ণ
বিয়ানীবাজারে বিদেশি পিস্তলসহ র‌্যাবের হাতে যুবলীগ নেতা আটক

আটক যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান টিটন

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বিয়ানীবাজার বিদেশি পিস্তলসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৯।

আটক যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান টিটন (৩৫) বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের আবদুল মসব্বিরের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়িা অফিসার এএসপি ওবাইন।

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এর নেতৃত্বে বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন:  পথ দেখাচ্ছে মহানগর যুবলীগ, নেতৃত্বের প্রশংসায় মুক্তি-মুশফিক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১