
প্রবাস বার্তা:: সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন সিলেটের জকিগঞ্জের মোহাম্মদ খালেদ আহমদ নামের এক যুবক।
নিহত খালেদ জকিগঞ্জের মোমিনপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার ছেলে।
গত ১১ জুলাই সে সৌদি আরবের হাম্মাম শহরের আল হাছা হুফুফ নামক স্থানে ইন্তেকাল করেন। বিদ্যুতস্পৃষ্ট অবস্থায় তাকে দাম্মামের আল ফাহাদ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে সেই হাসপাতালের মর্চুয়ারিতে রাখা রয়েছে।
মোহাম্মদ খালেদ আহমদের লাশ দেশে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তার পিতা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া।