
এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি:: প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের বালাগঞ্জের দেওয়ানবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় দেওয়ানবাজার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যােগে আজ মঙ্গলবার মোরার বাজারস্থ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুসেন আহমদ হুশিয়ার, সহ সভাপতি আছলম খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী, জাতীয় পার্টি নেতা হাজী নমির মিয়া, আশিকে মোস্তফা, সুরুজ আলী সাইফুল আলম, মকবুল আলী,যুক্ত রাজ্য প্রবাসি রাসেল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক আমীর উদ্দিন রতন, দেওয়ান বাজার ইউনিয়ন যুব সংহতির আহবায়ক মনছুর আলী মাখন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন।
দোয়া পরিচালনা করেন মোরারবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আব্দুল গপ্পার সরিশপুরী