
আবুল হোসেন, গোয়াইনঘাট থেকে:: সিলেটের গোয়াইনঘাটে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা রাসেল।
উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগ এর অন্যতম সদস্য গোলাম কিবরিয়া রাসেল।
ব্যক্তিগত তহবিল থেকে ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন এর লেঙ্গুড়া হাওড়া, পরকুড়ি বিলের পার, শনিরগ্রাম হাওড়া, নিয়াগুল হাওড়া, সিটিংবাড়ী, সিটিংবাড়ী হাওড়, গুরুকচি হাওড় এ তিন শতাধিক শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস এর কারণে মানুষের রোজগার বন্ধ। ওপর দিকে পরপর তিন বারের বন্যায় বিপর্যস্ত এই এলাকার মানুষ। তাই মানুষের পাশে দাঁড়ানোর আমার ক্ষুদ্র এই প্রচেষ্টা। ইনশাআল্লাহ আগামী তে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।