
শিক্ষাঙ্গন বার্তা:: স্ত্রীর মৃত্যুর এক সপ্তাহের মাথায় চলে গেলেন শিক্ষাবিদ ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ (৭৭)। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
রবিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তিনি নগরীর তালতলা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।
এরআগে গত ৬ জুলাই সহধর্মিনীকে হারান কুতুব উদ্দিন আহমেদ।
আজ সোমবার বাদ আসর মানিকপীর টিলা সংলগ্ন স্থানে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হবে।