
সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জের দিরাইয়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ছাত্রলীগ নেতার মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মারা যাওয়া নারীর নাম কামরুননেছা (৭৫)। তিনি দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত ওয়াছির মিয়ার স্ত্রী এবং দিরাই কলেজে ছাত্র সংসদের সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা আনোয়ার রেজা চৌধুরী ওদুদের মা
সোমবার ভোর ৫টার দিকে বাড়িতে আইসোলেশনে থেকে মারা যান তিনি।
করিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সর্দি-কাশি জ্বরে আক্রান্ত ওই বৃদ্ধা করোনা পরীক্ষা করালে গত ৯ জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।
আজ ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।