
সিলেটের বার্তা ডেস্ক:: আজ ১৩ জুলাই আ ফ ম কামালের ১ম মৃত্যুবার্ষিকী। সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আ ফ ম কামাল এর প্রথম মৃত্যু বার্ষিক আজ সোমবার।
প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এডভোকেট আ ফ ম কামাল বিগত ২০১৯ সালের ১৩ জুলাই ইন্তেকাল করেন।
উল্লেখ্য, ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত এডভোকেট আ ফ ম কামাল। ওই মেয়াদকালে তিনি দক্ষতার সঙ্গে সিলেটের মানুষের সেবা করেন। এরপর থেকে তিনি সিলেট ডায়াবেটিস হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সিলেট নগরীর উন্নয়নের একজন পরামর্শক ছিলেন তিনি।