আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৬:০৪

সিলেট জেলায় আরও ৫৬ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২০, ১২:৪১ পূর্বাহ্ণ
সিলেট জেলায় আরও ৫৬ জনের করোনা শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক:: রবিবার (১২ জুলাই) সিলেট জেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন।

রবিবার (১২ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩১ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৫ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আজ কলেজের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে তিনজনের ফলোআপ রিপোর্ট রয়েছে।

তিনি বলেন, ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ২৭ জন, বিশ্বনাথে ১ জন, ফেঞ্চুগঞ্জে ১ জন গোয়াইনঘাটে ১ জন ও ছাতক উপজেলায় ১ জন, জুড়ি উপজেলায় ১ জন, গাইবান্ধার সাগাতি উপজেলায় ১ জন, নবীগঞ্জে ১ জন রয়েছেন। এরমধ্যে ৩ চিকিৎসকের ফলোআপ পজিটিভ রিপোর্ট রয়েছে।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২৫ জন সিলেট জেলার এবং ৯ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

সবশেষ শনিবার (১২ জুলাই) সুনামগঞ্জের নতুন ৯ জন, হবিগঞ্জের ১০ জন এবং সিলেটের ৫৯ জন নিয়ে সিলেট বিভাগে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৭৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ১২৯, সুনামগঞ্জে ১১৭৯, হবিগঞ্জে ৯০৯ এবং মৌলভীবাজারে ৬৫৭ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। এরপর প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও।

আরও পড়ুন:  পূর্ব শত্রুতার জের, বাহুবলে মাছ বিক্রেতা খুন

সবশেষ রোববার (১২ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৩৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬৬৭, সুনামগঞ্জে ৮২১, হবিগঞ্জে ৩৮৪ এবং মৌলভীবাজারে ৩৬৪ জন।

গেল ৪ এপ্রিল বিভাগের প্রথম রোগী হিসেবে মৌলভীবাজারের রাজনগরে এক ব্যবসায়ী মারা যান। যদিও তার করোনা শনাক্তের রিপোর্ট এসেছিল ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিন বাড়ছে মৃত্যুও সংখ্যা।

সবশেষ রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১০১ জন। এরমধ্যে সিলেটে ৭৮, সুনামগঞ্জে ৯, মৌলভীবাজারে ৮ এবং হবিগঞ্জে ৬ জন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১