আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৪৩

মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জীবাণুনাশক টানেল উদ্বোধন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১০, ২০২০, ০৮:৪১ অপরাহ্ণ
মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জীবাণুনাশক টানেল উদ্বোধন

সিলেটের বার্তা ডেস্ক:: মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জীবাণুনাশক টানেল উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

এসময় করোনাভাইরাসের সংক্রমণরোধে সিলেট মহানগরীসহ দেশবাসীকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিশেষ অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জীবাণুনাশক টানেলের উদ্বোধন করে তার যথোপযুক্ত ব্যবহারেরও অ‍নুরোধ করেন তিনি। ড. মোমেন বলেন, ‘সতর্কতার মাধ্যমে করোনা মহামারি প্রতিরোধ করে আমরা করোনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।’

সিলেটের বেসরকারি সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক টানেলগুলো প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নাজমুল হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রেজা চৌধুরী ও ডা. হেলাল আহমদ প্রমুখ।

আরও পড়ুন:  আশুরার রোজা কয়টি?

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০