
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় অর্থ আত্মসাত করতে মাজার দখলের পাঁয়তারায় লিপ্ত হয়েছে একটি প্রভাবশালী পক্ষ। মৌরসী সূত্রে যারা যুগযুগ ধরে মাজারের তদারকি, খেদমত করে যাচ্ছেন নিঃসার্থভাবে। সেই খাদেম পক্ষকে গায়েল করার অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে ওই পক্ষটি।
এররকম ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নের বেতসুন্দি ফকিরেরগাঁও ঢাকা-সিলেট মহাসড়কে পাশে অবস্থিত ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঈী হযরত শাহ আব্দুর রহিম (রহঃ) মাজার নিয়ে।
টাকা ও জায়গা জন্মলগ্ন থেকে এই মাজারের অসহায় খাদেমকে গায়েল করতে মরিয়া হয়ে উঠেছেন একটি প্রভাবশালী মহল।
এলাকার একাধিক স্হায়ী বাসিন্দারা জানান, আমরা শাহ রহিম (রহঃ) মাজারের প্রতিষ্ঠালগ্ন খাদেম হিসেবে দেখে আসছি ফকিরেরগাঁওয়ের স্হায়ী বাসিন্দা ফকির সুরুজ আলী এবং সুরুজ আলী মৃত্যুর পর মাজার সুন্দর ভাবে পরিচালনা করে আসছেন সুরুজ আলীর গংরা।
হটাৎ এই মাজারের দিকে নজর পরে একি এলাকার একটি প্রভাবশালী মহলের।
ভক্ত-অনুরক্তদের নজর-মান্নতের আর্থিক আয় হিসেবে উত্তোলিত টাকা পয়সা আত্মসাত করতে এবং ও জায়গা দখল করতে কয়েকবার।
হামলার শিকার ও হন জন্মলগ্ন থেকে এই মাজারের খাদেমের ছেলে আব্দুল শহিদ ও তার অসহায় পরিবারের উপর। তার পরেও থেমে থাকেনি, বর্তমান ভুয়া কমিটি এবেপারে ৬ নং লালবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ইকবাল আহমেদ সিলেটের বার্তাকে জানান আমার কাছে অভিযোগ নিয়ে আসলে আমি ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল ফজল কে সহ দুই পক্ষ নিয়ে বসার চেষ্টা করি, কিন্তু বর্তমান ভুয়া কমিটি বার বার বিচারের তারিখ দিলে তারা তারিখ দিয়ে আর আসেনি..।
বিস্তারিত অনুসন্ধান থাকছে আগামী পর্বে।