আজ শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৬:৫৫

দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ, শ্রমিক ইউনিয়ন থেকে সেলিম আহমদ ফলিককে বহিস্কার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৯, ২০২০, ০৮:৫৫ অপরাহ্ণ
দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ, শ্রমিক ইউনিয়ন থেকে সেলিম আহমদ ফলিককে বহিস্কার

সিলেটের বার্তা ডেস্ক:: দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে শ্রমিক ইউনিয়ন থেকে সেলিম আহমদ ফলিককে বহিস্কার করেছে সংগঠনটি।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে সেলিম আহমদ ফলিককে।

আজ ৯ জুলাই, বৃহস্পতিবার সংগঠনের প্যাডে বিবৃতি প্রদানের মাধ্যমে তাকে বহিস্কার করার বিষয়টি জানানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুল মুহিম।

তিনি জানান, সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, শ্রমিকদের ওপর হামলা, শ্রমিকের স্বার্থপরিপন্থী কার্যকলাপ ও টাকা আত্নসাতের কারণে ইউনিয়নের ২৬ নং ধারা মোতাবেক তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

সেলিম আহমদ ফলিকে বহিস্কারের কপি সিলেটের জেলা প্রশাসকসহ ১৪টি দপ্তরে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:  তখন আমার কথা শুনলে করোনা এতো ছড়াতো না: প্রধানমন্ত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১