
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট রেলস্টেশন পড়েছিল অজ্ঞাত এই যুবকের লাশ। স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
আজ বুধবার (৮ জুলাই) ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, স্থানীয়রা সকালে ওই যুবকের লাশ রেল স্টেশন এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ গিয়ে ওই অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে।
মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি।
তিনি জানান, ময়না তদন্তের জন্যে লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছুরিকাঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে।