
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট ফারুক আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৭জুলাই মঙ্গলবার রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল (৮ জুলাই) বুধবার বাদ জোহর আখালিয়া নবাবী মসজিদে অনুষ্ঠিত হবে।
এডভোকেট ফারুক আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
এক শোকবার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।