নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পাথর ব্যবসায়ী আবুল কালাম হত্যার ঘটনায় শাহপরান থানা এলাকা থেকে মো. জালাল নামের এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ।
আটককৃত মো. জালাল শাহপরান থানাধীন হারপাড়া এলাকার আলতাবুর রহমান এর ভাড়াটিয়া ও নেত্রকোনা জেলার বাসিন্দা মো. সমুজ আলীর ছেলে।
মঙ্গলবার (৭জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে হারপাড়া এলাকা থেকে নিহত আবুল কালামের লাশ বহনকারী সিএনজি অটোরিকশা (নং-সিলেট-থ ১২-৩৬৬৬) সহ চালক মো. জালালকে গ্রেফতার করেন।
নিহত আবুল কালাম হত্যার ঘটনায় তার স্ত্রী মোছা. ছালেহা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মোগলাবাজার থানায় মামলা (নং-০৮) দায়ের করেন।
এঘটনায় ইতোপূর্বে সিলেট নগরীর সুরমা মার্কেটের একটি আবাসিক হোটেল থেকে দুইজন আসামী গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গোয়াইনঘাটের জাফলং কান্দুবস্তির মৃত মো. ছোবান মিয়ার ছেলে আবুল কালাম এর লাশ গত ১০ জুন মোগলাবাজার থানার ষাটঘর এলাকার সড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক অটোরিকশা চালককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।