সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাধবপুরে রান্নাঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৬, ২০২০, ০৩:২৩ অপরাহ্ণ
মাধবপুরে রান্নাঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার--প্রতীকী ছবি


লিটন পাঠান, হবিগঞ্জ থেকে:: হবিগঞ্জের মাধবপুরে রান্নাঘর থেকে শিউলী আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৬ জুলাই, সোমবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের স্বামীর বাড়ীর রান্নঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিউলী আক্তার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে ও সোয়াবই গ্রামের ময়দর আলী সর্দারের কাতার প্রবাসী ছেলে খোকন মিয়ার স্ত্রী।

শিউলী আক্তার ৯ মাস বয়সী এক ছেলে সন্তানের জননী।

আজ সকালে খরব পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ মোরশেদ আলম লাশ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের সময়ে বাড়ীর লোকজন অনুপুস্থিত ছিল। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ খোঁজে বের করার চেষ্টা চালিয়েছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান,ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা তা সঠিক করে বলা যাবে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১