
সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য, শাহজালাল সিএনজি স্টেশনের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি, চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুর রহমান জামিল।
সোমবার সকালে এক শোক বার্তায় আব্দুর রহমান জামিল বলেন, আব্দুল্লাহ আল মাহমুদের মৃত্যুতে সিলেটের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।