
লিটন পাঠান, হবিগঞ্জ থেকে:: করোনার রেডজোন হবিগঞ্জে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
একদিনে জেলায় নতুন করে আরও ৪৫ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
আজ ৫ জুলাই, রবিবার ঢাকার ল্যাব থেকে তাদের ‘করোনার’ রিপোর্ট পজেটিভ আসে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০৪ জনে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর জানান, গত ১ ও ২ জুলাই প্রেরিত নমুনার ফলাফল আসে রোববার (৫-জুলাই) রিপোর্ট গুলো ঢাকা ল্যাব থেকে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জ সদরে ১৭জন মাধবপুরে ৯জন নবীগঞ্জ ৭জন, চুনারুঘাট ৬জন, বানিয়াচং ৫জন ও বাহুবল ১জন। হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৮০৪ এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯৮ জন এবং মারা গেছেন ৬ জন।