সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আখালিয়ায় জনতার হাতে আটক দুই ছিনতাইকারী, দেশীয় অস্ত্র উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৫, ২০২০, ০৮:২৮ অপরাহ্ণ
আখালিয়ায় জনতার হাতে আটক দুই ছিনতাইকারী, দেশীয় অস্ত্র উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের আখালিয়ায় দিনদুপুরে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী।

আজ ৫ জুলাই, রবিবার দুপুরে বিজিবি ক্যাম্পের অদূরে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন- টুকের বাজারের পীরপুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে ইমন হোসেন (২০) ও গোলাপগঞ্জের খাইস্তগ্রামের আব্দুল করিমের ছেলে শহিদুল বারী (২৬)।

রবিবার সন্ধ্যায় এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ  কমিশনার (মিডিয়া) অতিরিক্ত দায়িত্ব জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ছিনতাইকারীদের হেফাজতে থাকা ছিনতাই হওয়া ১টি স্যামসাং মোবাইল ফোন এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমারগাঁওস্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মচারী মো. ছাইদুল ইসলাম পায়ে হেঁটে নিজ বাসা মদিনা মার্কেট যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। রবিবার দুপুর সাড়ে ১২টায় যখন বাসায় ফিরছিলেন তখন ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইয়ের সাথে জড়িত দুই ছিনতাইকারীকে জনতা আটক করে।

এসময় জালালাবাদ থানা পুলিশের টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১টি স্যামসাং মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ধারালো ছুরিও উদ্ধার করে পুলিশ।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১