সিলেটের বার্তা ডেস্ক:: শনিবার (৪জুলাই) সিলেটে ২৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হলে তন্মধ্যে ২৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টি শনিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদরে ২৬জন, বালাগঞ্জে দু’জন ও গোলাপগঞ্জে একজন।এদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৭৬৩জনে।