লিটন পাঠান, হবিগঞ্জ:: হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দীপংকর সরকার (৩৭) হবিগঞ্জ পৌর শহরের ঘাঁটিয়াবাজার এলাকার মৃত দূর্গাচরণ সরকারের ছেলে।
আজ ৪জুলাই, শনিবার বিকেলে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সামন থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।