সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এসএমপি মিডিয়ার দায়িত্বে জ্যোতির্ময় সরকার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২০, ০৬:৪৬ অপরাহ্ণ
এসএমপি মিডিয়ার দায়িত্বে জ্যোতির্ময় সরকার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মিডিয়ার দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার।
গত ২ জুলাই, বৃহস্পতিবার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস এর দায়িত্ব গ্রহণ করেন।
বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা জ্যোর্তিময় সরকার পিপিএম এর বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায়।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০১২সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
জ্যোর্তিময় সরকার পিপিএম পূর্বে সিলেট মহানগর পুলিশ এর সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা), সার্কেল এএসপি (জকিগন্জ), সহকারী পুলিশ কমিশনার (মোগলাবাজার), সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ  সুরমা), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিন)  হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিলেট নগরীতে বিভিন্ন ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, চুরি, ছিনতাই রোধকল্পে অগ্রণী ভূমিকা পালন এবং রাজনৈতিক সহিংসতা দমনে সাহসিকতার জন্য ২০১৮ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, জেদান আল মুসা, পুলিশ সুপার হিসেবে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগদানের জন্য প্রস্থান গ্রহন করেন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১