নিজস্ব প্রতিবেদক:: সিলেটের কুমারপাড়াস্থ হযরত মানিকপীর গোরস্তান প্রাঙ্গনে শুক্রবার বিকেল ৫টায় ১ম নামাযে জানাযা ও জন্মস্থান বালাগঞ্জে ২য় জানাযার নামাজ শেষে মা-বাবার কবরের পাশে শায়িত হবেন বিএনপি নেতা এম এ হক।
বিষয়টি সিলেটের বার্তাকে নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী বলেন,
সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের লাশ দাফন করা হবে তার জন্ম স্থান বালাগঞ্জে। আজ শুক্রবার রাত ৮টা পর তাঁর জন্ম মাঠি বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে মা-বাবার কবরের পাশে তাকে শায়িত করা হবে।