সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অবস্থার অবনতি, আইসিইউতে এম এ হক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২০, ০৮:৩৬ অপরাহ্ণ
অবস্থার অবনতি, আইসিইউতে এম এ হক

নিজস্ব প্রতিবেদক:: করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের শারীরিক অবস্থার অবনতি হওয়াতে আইসিইউতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম।

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে এমএ হকের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তার আগে মঙ্গলবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘বয়সের কারণে শারীরিক নানা সমস্যা রয়েছে এম এ হকের। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এম এ হকের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন।’


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১