
সিলেটের বার্তা ডেস্ক:: দেশে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন।
এ নিয়ে দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। এতে দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯২৬ জন।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।