সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিসিকের ওয়ার্ড সচিব মখলিছ এম রনির নামে ভুয়া আইডি, থানায় জিডি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২০, ০৯:২৮ অপরাহ্ণ
সিসিকের ওয়ার্ড সচিব মখলিছ এম রনির নামে ভুয়া আইডি, থানায় জিডি

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন এর ১৯নং ওয়ার্ডের সচিব (প্রশাসনিক) মখলিছ এম রনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে https://www.facebook.com/moklis.mnroni নামে একটি ভুয়া আইডি খোলা হয়েছে।

গত ৩০ জুন বিষয়টি মখলিছ এম রনির পড়লে তিনি এ ঘটনায় আজ ১ জুলাই, বুধবার এসএমপির কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) (নং-২৩) করেছেন।

ভুয়া আইডির ব্যাপারে সবার সজাগ দৃষ্টি এবং কোনো প্রকার অপপ্রচারে কান না দেয়ার অনুরোধ জানিয়ে মখলিছ এম রনি বলেন, https://www.facebook.com/mokhlisur.rahmanroni ফেসবুকে আমার মূল আইডি এটি। এই আইডি ব্যতীত আমার দ্বিতীয় কোনো আইডি নেই।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১