
সিলেটের বার্তা ডেস্ক:: আজ ১ জুলাই, বুধবার মৌলভীবাজারে ৭০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
বুধবার দুপুরে তাদের করোনা পজেটিভ রিপাের্ট এসেছে বলে জেলা সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।
এনিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০০ জনে দাঁড়াল।
নতুন আক্রান্তদের মধ্যে সদর ২৫ জন, রাজনগর ০৭ জন, কুলাউড়া ০৯ জন, জুড়ি ০৬ জন, কমলগঞ্জ ১২ জন, শ্রীমঙ্গল ০৬ জন, বড়লেখা ০৫ জন, সর্বমোট আক্রান্তের সংখ্যা মোট ৫০০ জন। সুস্থ্য হয়েছেন ২১৫ জন। মৃত্যু বরণ করেছেন ৪জন।