মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জে মাধবপুরে ৭৫ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি।
আটককৃত মোঃ আল-আমিন মিয়া (২৫) উপজেলার রামনগর গ্রামের মো. ধনু মিয়ার ছেলে।
বুধবার (১লা-জুলাই) দুপুরে মনতলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আঃ হালিম এর নেতৃত্বে উপজেলার মনতলা কমলপুর রাস্তার শিবনগরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন মাদক ব্যবসায়ীরা ছাড় পাবে না আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।