এ কে এস ফাউন্ডেশনের উদ্যোগে রায়নগর সোনারপাড়া জামে মসজিদে জীবানুমুক্ত করণ টানেল স্থাপন
সংবাদ বিজ্ঞপ্তি:: এ কে এস ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে জীবানুমুক্ত করণ টানেল স্থাপন করা হয়েছে।
আজ ০১ জুন, বুধবার আসরের নামাজে মুসল্লিদের প্রবেশের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মিরাবাজারে অবস্থিত হোটেল জাহান এর স্বত্বাধিকারী ও ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রেজা মাহবুব করিম চৌধুরীর মা-বাবার নামে গড়া এ কে এস ফাউন্ডেশনের অর্থায়নে তা স্থাপন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুর রহমান জামিল বলেন-রেজা মাহবুব করিম চৌধুরী ইতোপূর্বে নগরীর বিভিন্ন এলাকার গরীব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
সম্প্রতি এ কে এস ফাউন্ডেশনের পক্ষ থেকে খাড়পাড়া জামে মসজিদেও জীবানুমুক্তকরণ টানেল স্থাপন করা হয়েছে। আমরা এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-রায়নগর সোনারপাড়া জামে মসজিদের সানি ইমাম হাফিজ মাওলানা হাসান আহমদ, মসজিদ কমিটির সদস্য নিজামুদ্দিন মজলু, মোয়াজ্জিন ক্বারী আলিমুদ্দিন, হোটেল
জাহানের ব্যবস্থাপক খালেদ আহমেদ, মাসুম আহমদ প্রমুখ।