আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৩৩

গোলাপগঞ্জে আরও ৮ জনের করোনা: আক্রান্ত স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ
গোলাপগঞ্জে আরও ৮ জনের করোনা: আক্রান্ত স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী

করোনা পজেটিভ।

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ীসহ নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ ০১ জুন, বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার ৩০ জুন রাতে এই ৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

আক্তান্তরা হলেন, পৌর এলাকার বাসিন্দা ধর জুয়েলার্সের স্বত্ত্বাধীকারী দিপক দেব, দাড়িপাতন গ্রামের লায়েক খান (৩৪), ঘোষগাও গ্রামের তামিন আহমদ (৩০), ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় গ্রামের আব্দুর রউফ (৮২) নামে একজন বৃদ্ধ, কানিশাইলের তাজিমুল ইসলাম (২২), ফুলবাড়ি ইউপির সুলতানা চৌধুরী (৪২), বাদেপাশা ইউপির নাইমুর রহমান (২৭), হাসপাতালের ষ্টাফ নুরুল আমিন (২০)।এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউপির গির্ধ গ্রামের লায়েক আহমদ (৩৬) নামে একজনের ঢাকা থেকে রিপোর্ট পজেটিভ আসে। এদিকে মঙ্গলবার সুস্থ হয়েছেন আরও ৮জন।

এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগী সংখ্যা দাড়ালো ১৩৯ জনে। এরমধ্য নতুন ৮ জন সহ সুস্থ হয়েছেন ৭১জন ও মারা গেছেন ৭জন।

আরও পড়ুন:  যুবলীগ নেতা শাকিলের পিতার মৃত্যুতে মহানগর যুবলীগের শোক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১