সিলেটের বার্তা ডেস্ক:: নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক।
আজ ০১ জুন, বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে এম এ হকের ছেলে ব্যারিস্টার রিয়াশাত আজিম আদনান জানান, ‘আব্বার শরীরে করোনার লক্ষণ প্রকট নয়। তবে নিউমোনিয়া আছে।
মঙ্গলবার শরীর একটু খারাপ করায় নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য পাঠানো হবে। ’
তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।