আজ সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৩:৩৫

সিলেটে সাড়ে ৪ হাজার ছাড়িয়ে করোনা আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২০, ১২:০৩ অপরাহ্ণ
সিলেটে সাড়ে ৪ হাজার ছাড়িয়ে করোনা আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত মঙ্গলবার (৩০জুন) সিলেটে নতুন করে আরও ৯৮জন শনাক্ত হন।

তাদের নিয়ে সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬০ জনে।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার ৭২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার (৩০জুন)  ২৮২টি নমুনা পরীক্ষা করে ৭২ জনের মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

আক্রান্তরা সবাই সিলেট জেলার বলে জানান তিনি।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, পরীক্ষায় ২৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ১৬ জন ও সুনামগঞ্জের ১০ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬০ জনে।

আরও পড়ুন:  সিলেটের কারাগারে ‘প্রতারক’ রিজেন্ট সাহেদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০