আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:১৯

শুকনো খাবার নিয়ে গোয়াইনঘাটের বন্যার্তদের পাশে গোলাপ মিয়া

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২০, ১০:৫৮ অপরাহ্ণ
শুকনো খাবার নিয়ে গোয়াইনঘাটের বন্যার্তদের পাশে গোলাপ মিয়া

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে শুকনো খাবারের প্যাকেট নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া।

গোয়াইনঘাট উপজেলা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়ে পড়ে গোয়াইনঘাট উপজেলার প্রায় সব ক’টি ইউনিয়ন।
গৃহহীন হয়ে পড়েছে অনেক মানুষ, কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে।
সুদূর প্রবাসে থেকে বন্যার খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া।
মঙ্গলবার নিজ তহবিল থেকে উপজেলার নন্দিরগাও ইউনিয়ন, তোয়াকুল ইউনিয়ন, ডৌবাড়ি ইউনিয়নের বন্যার্ত অসহায়, পানিবন্দী পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন।
জানা যায়, মানবতার ফেরিওয়ালা গোলাপ মিয়ার অনুপস্থিতিতে উনার আপন দুই ভাইকে জনগনের সংকটময় মুহূর্তে পাশে দাড়ানোর কথা বলেন।
গোলাপ মিয়ার পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী তাঁর দুই ভাই সেজু মিয়া ও ইকবাল মিয়া উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ শাহিন, সিলেট জেলা যুবলীগ নেতা এম মহিউদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা, বিছনাকান্দি পাথর সাপ্লাইয়ার সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান। মাস্টার শিব্বির আহমদ, যুবলীগ নেতা ইমরান আহমদ, দেলোযার হোসেন, এরশাদ আলী জীবন, সাহাদ উদ্দিন, সাইফ উদ্দিন, শাকিল, বাবর, সুহেলসহ এলাকার নেতৃবৃন্দ।

আরও পড়ুন:  সিসিক নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আনোয়ারুজ্জামানকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১