আজ শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ৮:৫৭

ভাতিজীর বাসায় নাতনীকে ধর্ষণ করে পালিয়ে গেলেন নানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২০, ০২:০০ অপরাহ্ণ
ভাতিজীর বাসায় নাতনীকে ধর্ষণ করে পালিয়ে গেলেন নানা

সিলেটের বার্তা ডেস্ক:: ভাতিজীর বাসায় বেরাতে এসে নাতনীকে ধর্ষণ করে পালিয়ে গেলেন লম্পট নানা। ঘটনাটি সিলেট নগরীর কদমতলী এলাকায় ঘটেছে।

বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে ধর্ষণের শিকার ১০ বছরের শিশুকন্যা।

জানা গেছে, বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামের আবু বকর (৫০) কদমতলীতে তার ভাতিজির বাসায় বেড়াতে আসেন।

রবিবার দুপুরে বাসা খালি পেয়ে তিনি ভাতিজির ১০ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির মা-বাবা বাসায় এসে ধর্ষণের আলামত পেয়ে পুলিশে খবর দেন এবং শিশুকন্যাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে যান।

এ ঘটনায় শিশুকন্যার মা বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কমদতলী পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম বলেন, ভিকটিম শিশু হাসপাতালে ভর্তি আছে। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ধর্ষককে আটকে চেষ্টা চালাচ্ছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০