আজ সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২০, ০৮:৫৬ অপরাহ্ণ
হবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক:: হবিগঞ্জে মহামারী করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক তৌফিকুল আলম চৌধুরী (৬২) আজ ২৯জুুুন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঈশতিয়াক আল মামুন বলেন, গত কয়েক দিন ধরে মৃদু জ্বর, সর্দিসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন চেয়ারম্যান তৌফিকুল আলম। তার শরীরে করোনাভাইরাসের জীবাণু আছে কিনা তা নিশ্চিত হতে ১৬ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

তবে, এখন পর্যন্ত রিপোর্ট হাতে পৌঁছেনি। এ কারণে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে তৌফিক আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেটের বার্তা ডেস্ক

আরও পড়ুন:  সিলেটে দুই চিকিৎসকসহ ১১ জনের করোনা জয়, সুস্থ মোট-২৭