![](https://www.sylheterbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে বন্যার্তদের শুকনো খাবার দিল ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ।
মহামারী করোনা পরিস্থিতির মধ্যে আর্কষ্মিক বন্যায় এলাকার নিম্নাঞ্চলসহ গ্রামাঞ্চলের বহু ঘর-বাড়ি বানের পানিতে তালিয়ে যাওয়ায় জনজীবন থমকে দাঁড়িয়েছ।
অসংখ্য পরিবারের রান্নাঘরের চুলায় পানি উঠে যাওয়ায় খাবার তৈরি নিয়ে বিপাকে পড়েছে। এমতাবস্থায় এলাকার মানুষের দূর্ভোগ কিছুটা লাগব করতে তাৎকালিক সিদ্ধান্তে, গত ২৮জুন রবিবারে এগিয়ে আসে গোয়াইনঘাটের জনপ্রিয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন
(সরকারী নিবন্ধন সিল নং ১৩৩১/১৯) ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদের একদল তুরুন সেচ্ছাসেবক।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মতিউর রহমান দুলাল, সহসভাপতি শীতেশ দাস,সাধারনসম্পাদক হোসাইন আহমদ,সাংগঠনিকসম্পাদক কয়েছ আহমদ,ক্রিড়া সম্পাদক আব্দুল মুকিত, ও প্রচার সম্পাদক জুবেল আহমদ।
তারা বৃষ্টির মধ্যে নিজ হাতে নৌকা বেয়ে এলাকার নিম্লাঞ্চলের বন্যায় আক্রান্ত প্রায় একশত পরিবারের মধ্য দের কেজি চিড়া ও এক কেজি গুড়ের প্যাকেট তুলে দেয়।
বন্যায় ভুক্ত ভুগি মানুষ অন্তিম সময়ে এই সামান্য উপহার টুকু পেয়ে খুশি হয়ে সংগঠনের উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।।