আজ সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৪:১৮

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে নকল মাস্ক, স্যানেটাইজার জব্ধ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২০, ০৭:২৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে নকল মাস্ক, স্যানেটাইজার জব্ধ

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার জব্ধ করেছে র‍্যাব-৯।

আজ ২৯ জুন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার শ্রীমঙ্গল শহরে অভিযান চালায় র‍্যাবের একটি টিম।

এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই প্রতিষ্টানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি।

এছাড়া অতিরিক্ত মুল্যে স্যানিটাইজার বিক্রির দায়ে আরেক প্রতিষ্ঠানকে আরো ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদুর রহমান মামুন।

তিনি জানান, সোমবার (২৯ জুন) দুপুরে শহরের পোস্ট অফিস রোডের সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউস এর সামনে বসা এক বিক্রেতা হাসু তালুকদারকে ২০ হাজার টাকা ও জয়ন্তী এন্টার প্রাইজকে অতিরিক্ত মূল্য হ্যান্ড স্যানেটাইজার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিক্রির জন্য রাখা বিপুল পরিমান নকল সরঞ্জাম জব্দ করা হয়। পরে প্রকাশ্যে তা ধ্বংস করা হয়।

অভিযানে অংশ নেয়া র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি সৌমেন মজুমদার জানান, অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল স্যানিটাইজার, নকল পিপিই, নকল মাস্ক আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।

তিনি জানান, এর আনুমানিক মুল্য ৩ লক্ষাধিক টাকা। এ অভিযান অভ্যাহত রাখা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন:  রবিবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০