
লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর জন্য সামাজিক দূরত্বের ব্যাপারে অবহেলাই অনেকাংশে দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত রবিবার ও আজ সোমবার নতুন ১৩ জনসহ আক্রান্তের সংখ্যা শতকের ঘরে দাঁড়াতে চলেছে।
নতুন আক্রান্ত ১৩ জনসহ এ নিয়ে উপজেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ জন।
মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মো ইশতিয়াক মামুন গতরাতে ও আজকে করোনায় আক্রান্তের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৯ জুন ও ১৪ও ১৫ জুনের ২৫ জনের সংগৃহীত নমুনা ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী তে স্থাপিত কোভিড১৯ বিশেষায়িত ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ ২৮ জুন ও ২৯ জুন হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে তাঁদের রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টে দেখা গেছে, ১৩ জনের করোনা পজেটিভ এবং ১২ জনের রিপোর্ট নেগেটিভ।
এদিকে ২৩ ,২৪ ,২৫,ও ২৬ জুন প্রেরিত নমুনার রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে মাধবপুরে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি সকলকে সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।